শুক্রবার, ৪ জানুয়ারী, ২০১৩

ধূসর মানচিত্র



কন্ঠঃ মিজান
অ্যালবামঃ পথচলা

এ কেমন সুখ যখন দেখি ক্ষুধার্ত মুখ
এ কেমন স্বাধীনতা যেখানে কোটি
মানুষ শেখে অধিনতা

এ দেশ ভুল পথে, বিক্রিত, ভাঙ্গা হাতে লাঞ্ছিত
কৃষকের স্বপ্ন বিষন্ন বিবর্ণ
কালো কাঁচে ঢাকা এই শহর মত্ততা
কি বেদনাময় এ বিশ্বাসহীনতা হায়

এ কেমন জাতি যারা বিস্মৃত সেই স্মৃতি
এ কেমন রাজনীতি যারা ভোলায় সেই প্রতিশ্রুতি
মোরা অভিভুত হয়ে মাতি কবিতা উৎসবে
শিল্প-কালচার-নাটক ও সংগীতে
বস্ত্রহীনেরা বিপন্ন বিস্ময়ে
এখনো কাঁদে ক্ষুধার কোরাসে হায়

এ এক দুঃসময় যখন দেখি সারা পথ জুড়ে
নিত্য মৃত্, জীর্ণ মানুষের দীর্ঘশ্বাস ওড়ে বাতাসে
আর রাজপথ ভেঙে ছুটে চলে নীল মার্সিডিজ
উদ্দম বৈভবে গণতন্ত্র, যার মাঝে বসে
চোখ মারে আর হাসে

এ কেমন জীবন দেখ ঘুমিয়ে ফুটপাতে কেমন
এ কেমন জীবন যাপন মোদের
প্রাণ নেই তবুও দিন যাপন
মোরা রুটির গন্ধে ভুলে অভিভুত ব্রেকফাস্ট
নাটুকে প্রেম সাধারনের সন্ত্রাস
কোথাও কাঁদছে দেখ সাঁঝের ভাটিয়ালি
ক্লান্ত বাউল ভাবে প্রেম বড় অবিচারী হায়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন