শুক্রবার, ৪ জানুয়ারী, ২০১৩

শিরোনামঃ জাগরণে যায় বিভাবরী


জাগরণে যায় বিভাবরী-
আঁখি হতে ঘুম নিল হরি
মরি মরি।।


যার লাগি ফিরি একা একা-
আঁখি পিপাসিত, নাহি দেখা,
তারি বাঁশি ওগো তারি বাঁশি
তারি বাঁশি বাজে হিয়া ভরি
মরি মরি।।

বাণী নাহি, তবু কানে কানে
কী যে শুনি তাহা কেবা জানে।
এই হিয়া ভরা বেদনাতে,
বারি-ছলোছলো আঁখি পাতে
ছায়া দোলে তারি ছায়া দোলে
ছায়া দোলে দিবানিশি ধরি
মরি মরি।।
শিরোনামঃ তেপান্তরের মাঠে
নজরুল গীতি

তেপান্তরের মাঠে বধু হে
একা বসে থাকি
তুমি যে পথ দিয়ে গেছ চলি
তারি ধুলা মাখি হে
একা বসে থাকি

যেমন পা ফেলেছো গিরিপথে
রাঙা পথের ধুলাতে
তেমনি করে আমার বুকে
চরণ যদি বুলাতে
আমি খানিক জ্বালা ভুলতাম
ঐ মানিক বুকে রাখি হে
একা বসে থাকি

আমার খাওয়া-পরায় নাই রুচি আর
ঘুম আসেনা চোখে
ঘুম আসেনা চোখে
আমি বাউরি হয়ে বেড়াই পথে
দেখে হাসে পাড়ার লোকে
হাসে পাড়ার লোকে
আমি তালপুকুরে যেতে নারি
এ কি তোমার মায়া হে
ঐ কালো জলে দেখি
তোমার কালো রুপের ছায়া হে
আমায় কলঙ্কিনি নাম রটিয়ে
তুমি দিলে ফাঁকি হে
একা বসে থাকি

তেপান্তরের মাঠে বধু হে
একা বসে থাকি
একা বসে থাকি
একা বসে থাকি
শিরোনামঃ চেনা জগৎ
কন্ঠঃ শুদ্ধ ফুয়াদ সাদি
ব্যান্ডঃ ভাইব
অ্যালবামঃ চেনা জগৎ

আমার চেতনার যত উদ্ধৃতি
চেনা স্বত্বার কত আকৃতি
সবই আবছা আলেয়ার
অজানা ভাষার আলোর মায়া

চেনা পৃথিবীর ম্লান আলোতে
দেখা স্বপ্নের ছাপ খুঁজি
নীলিমায় হারিয়ে যাই
ব্যর্থতার গ্লানির অট্টহাসি

এত চেনা জগৎ, সকল স্মৃতির পঙক্তিমালা
সবই রয়ে যায় অদেখা
সবই আবছা কাঁচে ঝাপসা আলোর মায়া

অপরিষ্কার এই উদ্দাম মাতাল চেতনা
আপন চিন্তার রহস্যময় আয়নাতে

চিরচেনা যে আমার এই জগত
দাঁড়িয়ে বলে পরিহাসে
আমাকে জানা না জানার ভুল প্রয়াসে
হারাবে মহাকালে

এত চেনা জগৎ, সকল স্মৃতির পঙক্তিমালা
সবই রয়ে যায় অদেখা
সবই আবছা কাঁচে ঝাপসা আলোর মায়ায়

এত চেনা জগৎ, সকল স্মৃতির পঙক্তিমালা
সবই রয়ে যায় অদেখা
সবই আবছা কাঁচে ঝাপসা আলোর মায়া
অপরিষ্কার এই উদ্দাম মাতাল চেতনায়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন